‘ছাত্রলীগে যোগ না দেওয়ায়’ দুই স্কুলছাত্রকে ছুরিকাঘাত

সিলেটের বালুচর এলাকায় স্কলার্স হোম স্কুল অ্যান্ড কলেজের দুই ছাত্রের বিরুদ্ধে একই প্রতিষ্ঠানে অন্য দুই ছাত্রকে ছুরিকাহত করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
ইউএনবি জানায়, ছুরিকাহত ছাত্ররা হলো সিলেটের দক্ষিণ বালুচর এলাকার এমাদুর রহমানের ছেলে জাহান (১৪) ও জাহাঙ্গীর চৌধুরীর ছেলে সৈকত (১৫)। তাদের মধ্যে জাহান স্কলার্স হোম স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ও সৈকত দশম শ্রেণির ছাত্র।
স্থানীয়দের বরাত দিয়ে শাহপরাণ থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানিয়েছেন, স্কলার্স হোম স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী নাজমুল ও শাহেদ সম্প্রতি এ দুজনকে ছাত্রলীগে যোগ দেওয়ার কথা বলে। কিন্তু জাহান ও সৈকত তাতে সম্মতি না দিলে গতকাল রাত ৮টার দিকে তাদের ছুরিকাহত করে। পরে তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।