উত্তরবঙ্গে নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে

কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া ও সিরাজগঞ্জ জেলার প্রধান প্রধান নদ-নদীগুলোর পানি বিভিন্ন পয়েন্টে আজ বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও সংশ্লিষ্ট জেলা প্রশাসনগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস জানিয়েছে, আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত প্রবল বৃষ্টিপাত ও উজান থেকে আসা পানির কারণে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।
পাউবো আজ সকাল ৬টা পর্যন্ত চিলমারীতে ৩১৬ মিলিমিটার, কাউনিয়াতে ২৬৭ মিলিমিটার, রংপুরে ১৯৮ মিলিমিটার, দেওয়ানগঞ্জে ১৫০ মিলিমিটার এবং কুড়িগ্রামে ১২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।
এদিকে পাউবো জানিয়েছে, আজ সকাল ৬টায় ধরলা নদী কুড়িগ্রাম পয়েন্টে বিপৎসীমার ২৪ সেন্টিমিটার ওপর দিয়ে, যমুনা নদী সারিয়াকান্দি ও সিরাজগঞ্জে বিপৎসীমার যথাক্রমে ৩ ও ৫ সেন্টিমিটার ওপর দিয়ে, আত্রাই নদী বাঘাবাড়ীতে বিপৎসীমার ২৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, নীলফামারী ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন চর ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
অন্যদিকে, সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জনপ্রতিনিধিরা সংশ্লিষ্ট বন্যাকবলিত এলাকার বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং ত্রাণসামগ্রী বিতরণসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।