সড়ক দুর্ঘটনা কমে গেছে : সেতুমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মহাসড়কে সড়ক দুর্ঘটনা কমাতে সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করা হয়েছে। এ কারণে দুর্ঘটনাও কমে গেছে।
আজ শনিবার সন্ধ্যায় নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখলায় বাস টার্মিনালের জায়গা ও সড়ক পরিদর্শনের সময় মন্ত্রী এ কথা বলেন।
সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘নরসিংদী-সিলেট রোডকে চার লেনে উন্নীত করা হবে। রোডের পাশাপাশি ছোট যানবাহনের জন্য বাই লেন ও ছোট ছোট স্লো-মোবার করে দেওয়া হবে। দেশের আড়াই লাখ সড়কের মধ্যে আমরা পৌনে তিন হাজার কিলোমিটার রাস্তায় এই সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ করেছি। এতে দুর্ঘটনা অনেক কমে গেছে।’
চার লেনের কাজ কবে নাগাদ শুরু হবে সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘চার লেনের কাজ শুরুর প্রক্রিয়া চলছে। যেকোনো সময়ে আমরা দরপত্র প্রক্রিয়ায় যাব। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, কাজেই এটি চার লেন হবেই।’
এ সময় উপস্থিত ছিলেন শিবপুর-৩ আসনের সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লাসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।