সাবেক সেনাসদস্য খুন

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ইছাপুর এলাকায় আজ ভোররাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রমজান আলী নামের সাবেক এক সেনাসদস্য নিহত হন। ছবি : এনটিভি
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রমজান আলী (৫৫) নামের সাবেক এক সেনাসদস্য নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার ভোররাত ৫টার দিকে এ ঘটনা ঘটে।
রমজান আলীর বাড়ি কালিহাতী উপজেলার ইছাপুর এলাকায়।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, ভোর রাতে একদল ডাকাত বাসার গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে ডাকাতি শুরু করে। এ সময় গৃহকর্তা রমজান আলী বাধা দিলে ডাকাতরা তাঁকে ছুরিকাঘাত করে। পরে ডাকাতরা একটি মোটরসাইকেলসহ টাকা ও ৩০ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।
ওসি আরো বলেন, স্থানীয় লোকজন রমজান আলীকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।