চিকিৎসকরা প্রত্যন্ত এলাকায় কাজ করছেন : স্বাস্থ্যমন্ত্রী

প্রতিটি জেলার প্রত্যন্ত এলাকার হাসপাতালের জন্য গত বছর ছয় হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে এবং দু-একটি ব্যতিক্রম ছাড়া চিকিৎসকরা সেখানে কাজ করছেন বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
আজ রোববার দুপুরে গাজীপুরের তেতুইবাড়িতে শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজে দেশের খ্যাতিমান বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এখন থেকে শেখ ফজিলাতুন্নেসা মুজিব হাসপাতালে সব রোগের বিষয়ে দেশের প্রথিতযশা ও খ্যাতিমান অধ্যাপক চিকিৎসকরা রোগীদের সেবা দেবেন।’
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক আ ফ ম রুহুল হক, প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক দীন মোহাম্মদ নূরুল হক ও হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইজা নূর হানাফিয়া।
মতবিনিময় সভায় গাইনি, চর্ম, বক্ষব্যাধি, হৃদরোগ, নাক-কান-গলাবিষয়সহ বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞসহ দেশের ২০ জন খ্যাতিমান চিকিৎসক অংশ নেন।
২০১১ সালের ১৪ জানুয়ারি ২৫০ শয্যাবিশিষ্ট এই হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এরপর ২০১৩ সালের ১৮ নভেম্বর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতোসিরি মোহাম্মদ নজিব বিন তুন আবদুল রাজাক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর ছোটবোন শেখ রেহানা যৌথভাবে এই হাসপাতালের কার্যক্রম উদ্বোধন করেন।
মালয়েশিয়ার সেবা সংস্থা কামপুলান পেরুতান জহর (কেপিজে) এই আধুনিক হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে।