মোহাম্মদপুরে দোকানিকে কুপিয়ে খুন

রাজধানীর মোহাম্মদপুরে এক দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত ১১টার দিকে ঢাকা উদয়ন আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য জানায়।
নিহত ব্যক্তির নাম সোহেল রানা (২৪)। তিনি আবদুল মান্নানের ছেলে। সোহেলের ওই এলাকায় একটি দোকান রয়েছে।
ঢামেক সূত্র জানায়, রাত ১১টার দিকে কয়েকজন দুর্বৃত্ত সোহেলকে ঢাকা উদয়ন আবাসিক এলাকায় ‘ফোর ব্রাদার্স গার্মেন্টের’ সামনে কুপিয়ে আহত করে। তার পর তারা পালিয়ে যায়।
আশপাশের লোকজন সোহেলকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।