শ্যালো মেশিনে করে ইয়াবা পাচার!

খুলনায় শ্যালো মেশিনের ভেতরে করে ১১ হাজার ইয়াবা আনার সময় গ্রেপ্তার কবির হাওলাদার। ছবি : এনটিভি
কৃষিসেচ কাজে ব্যবহৃত শ্যালো মেশিনের ভেতরে ঢুকিয়ে চট্টগ্রাম থেকে ১১ হাজার ইয়াবা আনার সময় কবির হাওলাদার নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
শনিবার সন্ধ্যায় খুলনার সোনাডাঙ্গায় একটি ট্রান্সপোর্ট থেকে দুটি পুরাতন শ্যালো মেশিন নিয়ে যাওয়ার সময় তল্লাশি করে এই বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
খুলনা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের এডিসি এ এম কামরুল ইসলাম জানান, তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী কবির হাওলাদারকে আটক করেছেন। দুটি মেশিনে লুকিয়ে রাখা ১১ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছেন। আটক কবির হাওলাদার পুলিশের কাছে এই নতুন পদ্ধতিতে ইয়াবা আনার কথা স্বীকার করেছেন।