সেনা সদস্যকে কুপিয়ে হত্যার দায়ে ছোট ভাইয়ের মৃত্যুদণ্ড

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় সেনা সদস্য বড় ভাইকে কুপিয়ে হত্যার দায়ে ছোট ভাই শফিউল ইসলামকে (৩৪) মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ জিয়াউর রহমান এ আদেশ দেন।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আঞ্জুমান আরা মামলার বরাত দিয়ে জানান, ২০১৬ সালের ২৬ মে সকালে পারিবারিক বিরোধের জেরে বাড়ির ছাদে বড় ভাই শহীদুল ইসলামকে কুপিয়ে হত্যা করেন ছোট ভাই শফিউল ইসলাম। হত্যার পর ছাদের সঙ্গে লাগোয়া একটি গাছ বেয়ে পালিয়ে যান শফিউল। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। হত্যার ঘটনায় নিহতের স্ত্রী ইয়াসমিন জান্নাত বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি মামলা করেন।
নিহত শহীদুল ইসলাম সেনাবাহিনীর করপোরাল পদে বগুড়ায় কর্মরত ছিলেন। দুই মাসের ছুটিতে তিনি বাড়ি এসেছিলেন।
মামলার শুনানি ও ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামির উপস্থিতিতে আজ এ রায় জানান আদালত।