নৌকায় করে ঘুরতে গিয়ে দুই শিশুর মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বালিয়াচরা বিলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে বালিয়াচরা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফাহাদ শেখ (৮) ওই গ্রামের দেলোয়ার শেখের ছেলে ও আবু সালেহ (৬) মাসুদ শেখের ছেলে।
আলগী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাউসার ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পরিবারের সদস্যরা জানায়, দুপুরে বাড়ির পাশের বালিয়াচরা বিলে ফাহাদ ও আবু সালেহ নৌকা নিয়ে ঘুরতে বের হয়। পরে দীর্ঘ সময় তাদের কোনো সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা ওই বিলে খোঁজাখুঁজি করে পানি থেকে তাদের উদ্ধার করে। পরে তাদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে দুই শিশুর মর্মান্তিক এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।