শেরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

শেরপুরের নকলা উপজেলার কবুতরমারী এলাকায় পানিতে ডুবে সাগর (৫) নামের এক শিশুর মৃত্যু হয়। দুর্ঘটনাটি ঘটে আজ সোমবার দুপুরে।
স্থানীয় লোকজন জানায়, এলাকার মেহেদীডাঙ্গা বিলের পাশে খেলতে গিয়ে পানিতে পড়ে যায় সাগর। স্বজনরা খবর পেয়ে তাকে উদ্ধার করে নকলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।