আত্রাইয়ে বন্যা পরিস্থিতির অবনতি, যোগাযোগ বিচ্ছিন্ন

উজান থেকে নেমে আসা ঢলের পানিতে নওগাঁয় আত্রাই উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। সোমবার সকালে আত্রাই উপজেলার মিরাপুর, কাশিয়াবাড়ী ও হাটকালুপাড়া এলাকায় নতুন করে সড়ক বাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে।
আত্রাই উপজেলার সঙ্গে যোগাযোগের সড়ক বাঁধের তিনটি স্থানে ভেঙে যাওয়ায় নওগাঁ জেলা সদরের সঙ্গে আত্রাই উপজেলার সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
রোববার সকাল থেকে শুরু হওয়া আকস্মিক বন্যা ও নতুন নতুন স্থানে ভাঙনে আত্রাই উপজেলার শাহাগোলা, ভোপাড়া, মুনিয়ারী, রানীনগর উপজেলার গোনাসহ চারটি ইউনিয়নের শতাধিক গ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এসব এলাকার প্রায় তিন হাজার হেক্টর জমির আমন ধান, শাকসবজিসহ অন্যান্য ফসল পানিতে তলিয়ে গেছে। গ্রাম ও গ্রামীণ সড়কগুলো পানিতে তলিয়ে যাওয়ায় এক লাখের মানুষ এখন পানিবন্দি হয়ে পড়েছেন।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুল ইসলাম পাটওয়ারী জানান, আত্রাই উপজেলার তিনটি ও রানীনগর উপজেলার একটি ইউনিয়ন আকস্মিক বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা তৈরির কাজ চলছে। সরকারি বরাদ্দ এলে ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করা হবে।
এদিকে, পানি উন্নয়ন বোর্ডের একটি দল গতকাল সকালে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে মেরামত করার উদ্যোগ নিয়েছে। নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন জানান, আজ দুপুরে নওগাঁয় ছোট যমুনা নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়ে গিয়ে বিপৎসীমার ৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একইভাবে আত্রাই নদীর পানি অস্বাভাবিক বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১০০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।