মাদক, জঙ্গিবাদ ও ইভ টিজিংকে লালকার্ড দেখাল শিক্ষার্থীরা

আজ সোমবার মাদক, জঙ্গিবাদ ও ইভ টিজিংকে ‘লালকার্ড’ দেখিয়ে ‘না’ বলে চাঁপাইনবাবগঞ্জের শতবর্ষী বিদ্যাপীঠ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি : এনটিভি
মাদক, জঙ্গিবাদ ও ইভ টিজিংকে ‘লালকার্ড’ দেখিয়ে ‘না’ বলেছে চাঁপাইনবাবগঞ্জের শতবর্ষী বিদ্যাপীঠ হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ সোমবার দুপুরে বিদ্যালয় চত্বরে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই ব্যতিক্রমী আয়োজন। অনুষ্ঠানে বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী মাদক, জঙ্গিবাদ ও ইভটিজিংয়ে না জড়ানোর শপথ গ্রহণ করে।
শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গোলাম মুর্শেদ, সমাজসেবক শফিকুল আলম ভোতা।
এ সময় শিক্ষার্থীরা হাত উঁচিয়ে লাল কার্ড দেখিয়ে মাদক, জঙ্গিবাদ ও ইভ টিজিংকে না বলে। এ ছাড়া শিক্ষার্থীদের পাশাপাশি মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধে সাধারণ মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানানো হয়।