বেনাপোলে ঢুকে বাংলাদেশি কিশোরকে জখম!

ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা যশোরের বেনাপোল চেকপোস্টে ঢুকে বাংলাদেশি এক কিশোরকে পিটিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে ওই ঘটনা ঘটে।
নির্যাতিত কিশোরের নাম আকাশ মিয়া (১৩)। তাকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করেছে স্থানীয় লোকজন। আকাশ যশোরের মনিরামপুর উপজেলার টেংরামারি গ্রামের আবদুস ছালামের ছেলে।
২৬ বিজিবির বেনাপোল চেকপোস্ট ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আবদুর রহিম জানান, বেনাপোল বন্দরের রপ্তানি গেটের পাশে রেললাইন বিজিবি পোস্টের মাধ্যমে তিনি জানতে পেরেছেন আজ বিকেলে বিএসএফ সদস্যরা বাংলদেশের ভেতরে ঢুকে এক কিশোরকে পিটিয়ে জখম করেছেন। এ বিষয়ে বিএসএফ সদস্যদের কাছে কড়া প্রতিবাদ জানানো হয়েছে।
রপ্তানি গেটে কর্মরত বাংলাদেশ কাস্টমসের সিপাহী জাহাঙ্গীর হোসেন জানান, বিএসএফ তাদের পেট্রাপোল সীমান্তে দায়িত্ব পালন করে থাকে। কিন্তু আজ বেলা ৩টার দিকে হঠাৎ বাংলাদেশের ভেতরে ঢুকে কাস্টম কার্গো কার্যালয়ের পেছনে ল্যাম্প পোস্টের নিচে এসে আকাশ নামের এক কিশোরকে ধরে রাইফেল দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে চলে যায়। এ সময় গেটে বিজিবির কোনো সদস্য ছিলেন না।