ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/08/25/photo-1440518081.jpg)
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিক জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৫-এ চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হয়েছেন।
এর আগে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৩-এ বাংলাদেশের মধ্যে যশোর জেলা সেরা ফলাফল অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে শ্রেষ্ঠ জেলার পদক গ্রহণ করেন সুব্রত কুমার বণিক। এ ছাড়া তিনি মালয়েশিয়া, জর্ডান, দুবাই, শ্রীলঙ্কা ও ভারতে সরকারিভাবে প্রাথমিক শিক্ষার ওপর বিভিন্ন সভা ও সেমিনারে অংশ নিয়েছেন। তিনি নোয়াখালী ও যশোরে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
এদিকে চট্টগ্রাম বিভাগের মধ্যে শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হওয়ায় আজ মঙ্গলবার জেলা প্রাথমিক শিক্ষক সমিতির একটি প্রতিনিধিদল তাঁর কার্যালয়ে গিয়ে ফুলেল শুভেচ্ছা জানায়।
এ সময় সুব্রত কুমার বণিক শিক্ষকদের উদ্দেশে বলেন, ‘আপনাদের জন্যই আমি আজ এ সম্মানে ভূষিত হয়েছি। এ জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ।’