বিএনপির রাজনীতি লাইফ সাপোর্টে আছে : তারানা হালিম

বিএনপির রাজনীতি লাইফ সাপোর্টে রয়েছে বলে মন্তব্য করেছেন ডাক, তার ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি দাবি করেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কেউ নেই। তিনি জনবিচ্ছিন্ন হয়ে গেছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে জয়পুরহাট টাউন হলে জেলা মহিলা আওয়ামী লীগ আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তারানা হালিম এ কথা বলেন।
তারানা হালিম বলেন, ‘আওয়ামী লীগ সব সময় উন্নয়নের কথা বলে, জনগণের কল্যাণে কাজ করে থাকে। তাই আমাদের নেতাদের যত দুঃসময়, যত দুর্দিনই আসুক না কেন- এ দেশের জনগণ সব সময় আমাদের নেতাদের পাশে থাকে, আওয়ামী লীগের সঙ্গে থাকে।’
তারানা হালিম আরো বলেন, ‘বাংলার মাটিতে বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার হয়েছে। বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর বাকি খুনিদের দেশে ফিরিয়ে এনে তাঁদের রায় কার্যকর করা হবে। বঙ্গবন্ধুই একমাত্র বাঙালি যিনি বাঙালির মধ্যে জাতিসত্তার উন্মেষ ঘটিয়েছিলেন।’
জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রেবেকা সুলতানার সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য সামছুল আলম দুদু, সাবেক সংসদ সদস্য ফরিদা আখতার হিরা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক এস এম সোলায়মান আলী এবং সাবেক সংসদ সদস্য মাহফুজা মণ্ডল রিনা।