কুড়িগ্রামে পানি নামছে ধীরে
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/08/26/photo-1440584679.jpg)
কুড়িগ্রামে বিভিন্ন নদ-নদীর পানি সামান্য হ্রাস পেলেও ধরলার পানি এখনো বিপৎসীমার দুই সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বসতভিটা থেকে পানি না নামায় নয় উপজেলার প্রায় দেড় লাখ মানুষ ঘরে ফিরতে পারেনি।
দুর্ভোগ বেড়েছে বানভাসি মানুষের। দুর্গত এলাকায় দেখা দিয়েছে শুকনো খাবার ও বিশুদ্ধ খাবার পানির সংকট। বহু পরিবার পাকা সড়ক ও বন্যানিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছে। পানির প্রবল স্রোতে কোথাও কোথাও বন্যানিয়ন্ত্রণ বাঁধ ও কাঁচা-পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় এসব এলাকার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে।
কুড়িগ্রামের চিলমারী উপজেলার ঠগের বাজার এলাকার মল্লিকা বেগম বলেন, ‘বাড়িতে পানি, রান্না করে খাব তারও উপায় নাই। না খেয়ে আর কতক্ষণ থাকি। এ জন্য কলাগাছের ভেলায় রান্না করতেছি।’
কুড়িগ্রামের রৌমারী উপজেলার সদর ইউনিয়নের শুকিরপাড় গ্রামের কুদ্দুস আলী জানান, ‘ছেলেমেয়ে নিয়ে গত পাঁচদিন ধরে বাঁধের ওপর আছি। সঙ্গে গরু-ছাগল ও হাঁস-মুরগিও আছে। এখন পর্যন্ত কোনো সাহায্য পাই নাই। খুব কষ্টে দিন যাচ্ছে।’
রৌমারী উপজেলার রৌমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক বলেন, ‘আমার ইউনিয়নের পুরোটাই বন্যার পানিতে তলিয়ে গেছে। প্রায় ৩০ হাজার পানিবন্দি মানুষের জন্য মাত্র এক মেট্রিক টন চাল বরাদ্দ পেয়েছি। তা বিতরণ করা হয়েছে। ত্রাণের জন্য হাজার হাজার মানুষ আমার বাড়িতে ভিড় করছে।’
জেলা প্রশাসন থেকে বন্যার্ত মানুষের জন্য ৮০ মেট্রিক টন চাল ও দুই লাখ টাকা বিতরণ করা হয়েছে। তবে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। পর্যাপ্ত ত্রাণতৎপরতা না থাকায় বহু পরিবার না খেয়ে দিন কাটাচ্ছে।
এ ব্যাপারে জেলা প্রশাসক খান মো. নুরুল আমীন বলেন, ‘বন্যার্ত মানুষের জন্য নতুন করে আরো ১০০ মেট্রিক টন চাল ও দুই লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে, যা দ্রুত বিতরণ করা হবে।’
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জেলা নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান বলেন, ‘গত ২৪ ঘণ্টায় সেতু পয়েন্টে ধরলার পানি ১৩ সেন্টিমিটার হ্রাস পেলেও এখনো বিপৎসীমার দুই সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্র নদের পানি ১২ সেন্টিমিটার এবং নুনখাওয়া পয়েন্টে ১৪ সেন্টিমিটার হ্রাস পেয়ে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি ছয় সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।’