টাঙ্গাইলে ব্যবসায়ী খুন

টাঙ্গাইল শহরের বিশ্বাস বেতকা মুন্সিপাড়া এলাকায় পরকীয়ার জেরে খন্দকার রাজু (৩৮) নামের এক ব্যবসায়ী খুন হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাড়ির পেছন থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
টাঙ্গাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের পরিবারের লোকজনের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য শিবলী বেগম নামের স্থানীয় এক নারীকে আটক করা হয়েছে। নিহত রাজু পেশায় রড-সিমেন্ট ব্যবসায়ী।
এদিকে নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, পরকীয়ার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। গতকাল রাত সাড়ে ৮টার দিকে কয়েল কেনার কথা বলে রাজু বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। রাতে অনেক খোঁজাখুঁজির পর হদিস পাওয়া যায়নি। আজ বুধবার সকালে বাড়ির পেছনে রাজুর লাশ পড়ে থাকতে দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ মর্গে পাঠায়।