জয়পুরহাটে জেলগেট থেকে সাবেক এমপি মোজাহার ফের গ্রেপ্তার

জয়পুরহাট জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোজাহার আলী প্রধান আবার গ্রেপ্তার হয়েছেন। ককটেল হামলা মামলায় জামিনে মুক্তিলাভের পর গাড়ি পোড়ানোর পৃথক মামলায় আজ বুধবার বিকেলে জেলগেট থেকে তাঁকে ফের গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
গত ২২ ফেব্রুয়ারি জয়পুরহাট শহরের মুক্তমঞ্চে জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশে ককটেল হামলা মামলায় জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মোজাহার আলী প্রধানকে প্রধান আসামি করে ২০ দলীয় জোটের অর্ধ-শতাধিক নেতা-কর্মীর নামে মামলা করা হয়। ওই মামলায় মোজাহার আলী প্রধান ২৭ জুলাই দুপুরে জয়পুরহাটের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে বিচারক তাজুল ইসলাম মিঞা তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে জেলখানায় পাঠান। ওই মামলায় আজ একই আদালত মোজাহার আলী প্রধানের জামিনের আবেদন মঞ্জুর করেন।
আজ বিকেলে মোজাহার আলী প্রধান জামিনে মুক্তি পেয়ে জেলখানা থেকে বেরিয়ে আসেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, কারাগার থেকে বেরিয়ে আসার পর জেলগেট থেকে গত ৪ মার্চ জয়পুরহাট বাস টার্মিনালে গাড়ি পোড়ানোর পৃথক মামলায় মোজাহার আলী প্রধানকে ফের গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।