সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2015/08/27/photo-1440646208.jpg)
যমুনার পানি কিছুটা কমে আসায় সিরাজগঞ্জ জেলার সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। নদীর পানি গত ২৪ ঘণ্টায় ১০ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৫৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
গত পাঁচ দিনে জেলার কাজীপুর, বেলকুচি, চৌহালি ও সদর উপজেলার ২৯টি ইউনিয়নের কয়েক হাজার পরিবার এখনো পানিবন্দি হয়ে আছে। জেলায় কমপক্ষে ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানে পানি ওঠায় ক্লাস স্থানান্তর করা হয়েছে।
আর জেলার চৌহালি উপজেলার তিনটি ইউনিয়নে দেখা দিয়েছে নদীভাঙন। এ কারণে চরম দুর্ভোগে পড়েছে এ অঞ্চলের লোকজন। বানভাসি মানুষ স্থানীয় বন্যানিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছেন। এসব এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট।
এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক (ডিসি) মো. বিল্লাল হোসেন জানান, জেলার কাজীপুর, বেলকুচি, চৌহালি ও সদর উপজেলার বন্যার্তদের জন্য সোমবার ৩৭ টন চাল ও ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।