সিরাজগঞ্জে যমুনার পানি কমছে

ছবি : এনটিভি
সিরাজগঞ্জে যমুনার পানি কমতে থাকায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। যমুনা নদীর পানি গত ২৪ ঘণ্টায় ১০ সেন্টিমিটার কমে বিপৎসীমার ২১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ রোববার সকালে পানি উন্নয়ন বোর্ড এ তথ্য জানিয়েছে।
urgentPhoto
গত নয় দিনে জেলার কাজীপুর, বেলকুচি, চৌহালী ও সদর উপজেলার ২৯টি ইউনিয়নের অন্তত ১০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছিল। যমুনা নদীর পানি কমার সঙ্গে সঙ্গে এসব গ্রাম থেকে পানি নামতে শুরু করেছে। চরম দুর্ভোগে পড়া এ অঞ্চলের মানুষ ধীরে ধীরে ফিরতে শুরু করেছে নিজ বাসস্থানে। তবে বানভাসি অনেক মানুষ এখনো স্থানীয় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও আশ্রয়কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছে। এসব এলাকায় দেখা দিয়েছে শুকনো খাবার আর বিশুদ্ধ পানির সংকট। সে সঙ্গে দেখা দিয়েছে নানা পানিবাহিত রোগ।