অ্যাটকো সভাপতির মুক্তির দাবিতে জয়পুরহাটে মানববন্ধন

এনটিভির চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর নিঃশর্ত মুক্তির দাবিতে আজ বৃহস্পতিবার জয়পুরহাট প্রেসক্লাব ভবনের সামনে মানববন্ধন করা হয়। ছবি : এনটিভি
এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন জয়পুরহাটের সাংবাদিকরা।
এনটিভি দর্শক ফোরামের উদ্যোগে আজ বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট প্রেসক্লাব ভবনের সামনে ওই মানববন্ধন করা হয়। এতে সংহতি প্রকাশ করে জনপ্রতিনিধি, এনটিভি দর্শকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
জয়পুরহাট এনটিভি দর্শক ফোরামের উপদেষ্টা ও এনটিভি প্রতিনিধি শাহজাহান সিরাজ মিঠুর সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য মোজাহার আলী প্রধান, ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, জয়পুরহাট শহীদ জিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ শামছুল হক, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রতন কুমার খাঁ প্রমুখ।