বিষ দিয়ে মা ও দুই মেয়েকে হত্যা!

মাত্র দুই মাস আগে খাদ্যে বিষক্রিয়ায় মৃত্যু হয়েছিল সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন পাঁচলিয়া বাজারের রানা সরকারের। আজ রোববার সন্ধ্যার পর একইভাবে মারা গেলেন রানার স্ত্রী আমিনা খাতুন (২৭), মেয়ে নূপুর খাতুন (৬) ও ফাতেমা খাতুনের (৩)।
নিহতের পরিবারের দাবি, জমি-সংক্রান্ত বিরোধের জেরে তাঁদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন হিসেবে রানা সরকারের ভাই শহীদুল ইসলাম ও মানিক হোসেনকে আটক করেছে।
সলঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান এনটিভি অনলাইনকে বলেন, আটক ব্যক্তিরা প্রাথমিকভাবে পরিবারের চারজনকে খাদ্যে বিষ মিশিয়ে হত্যার কথা স্বীকার করেছেন। তিনটি লাশ সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
হাসপাতালের চিকিৎসক ফয়সাল হোসেন বলেন, ‘রাত সোয়া ৮টার দিকে তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর আমরা তাঁদের মৃত ঘোষণা করি। ধারণা করা হচ্ছে, খাদ্যে বিষক্রিয়ায় তাঁদের মৃত্যু হয়েছে।’
নিহত আমিনা খাতুনের বাবা আবদুল মতিন এনটিভি অনলাইনকে বলেন, গতকাল শনিবার রাতে আমিনা তার দুই মেয়েকে নিয়ে তাঁদের বাড়ি থেকে স্বামীর বাড়ি আসে। আজ সন্ধ্যার পর তিনি জানতে পারেন, মেয়ে ও দুই নাতনি খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে। খবর পেয়ে মেয়ের বাড়িতে ছুটে আসেন। সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে নিয়ে যান। তখন চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
আবদুল মতিন বলেন, ‘আমার মেয়েজামাই রানা সরকারও দুই মাস আগে একইভাবে বিষক্রিয়ায় মারা যায়।’
আবদুল মতিন সন্দেহ প্রকাশ করে বলেন, জমি নিয়ে রানা সরকারের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে খাদ্যে বিষ মিশিয়ে সবাইকে হত্যা করা হতে পারে। একই খাদ্য পরিবারের অন্য সদস্যরা খেলেও তাদের কিছু না হয়ে শুধু এই তিনজনই মারা গেল কেন?