খুলনায় ইভিএমের কেন্দ্রে এগিয়ে খালেক

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে দুটি কেন্দ্রে আজ মঙ্গলবার ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট দেন ভোটাররা। এর মধ্যে একটি কেন্দ্রে বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী নজরুল ইসলাম মঞ্জু সবচেয়ে বেশি ভোট পেয়েছেন। অন্য কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী তালুকদার আবদুল খালেক সবচেয়ে বেশি ভোট পেয়েছেন। তবে দুই কেন্দ্রের ফলাফল মিলিয়ে প্রতিদ্বন্দ্বী মঞ্জুর চেয়ে ৬৭ ভোটে এগিয়ে আছেন খালেক।
আজ খুলনা মহানগরের ২৪ নম্বর ওয়ার্ডের শেরে বাংলা মোড়ের সোনাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২৭ নম্বর ওয়ার্ডের খান জাহান আলী রোডের জসিম উদদীন হোস্টেলের (নিচতলা) দুটি কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হয়। এর মধ্যে সোনাপোতায় এক হাজার ৯৫ জন ও অন্যটিতে ভোটার ছিল এক হাজার ৮৮৩ জন।
সোনাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুটি বুথে ভোট গ্রহণ করা হয়। আর জসিম উদদীন হোস্টেলে তিনটি বুথে ভোট গ্রহণ করা হয়।
সোনাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ইভিএম কেন্দ্রে সবচেয়ে বেশি ভোট পান আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী তালুকদার আবদুল খালেক। তিনি নৌকা প্রতীক নিয়ে পান ২৭২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নজরুল ইসলাম মঞ্জু ধানের শীষ প্রতীক নিয়ে পান ১৯৯ ভোট। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের অধ্যক্ষ মাওলানা মুজ্জাম্মিল হক হাতপাখা প্রতীক নিয়ে ৪৩ ভোট, জাতীয় পার্টির এস এম শফিকুর রহমান লাঙল প্রতীক নিয়ে ১১ ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির মিজানুর রহমান বাবু কাস্তে প্রতীক নিয়ে পেয়েছেন সাত ভোট।
সোনাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মাহমুদুর রহমান এই তথ্য জানিয়েছেন।
অন্যদিকে জসিম উদদীন হোস্টেলের ইভিএম কেন্দ্রে সবচেয়ে বেশি ভোট পান বিএনপির নজরুল ইসলাম মঞ্জু। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পান ৫১১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের তালুকদার আবদুল খালেক এখানে পেয়েছেন ৫০৫ ভোট। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের অধ্যক্ষ মাওলানা মুজ্জাম্মিল হক হাতপাখা প্রতীক নিয়ে ৩২ ভোট, জাতীয় পার্টির এস এম শফিকুর রহমান লাঙল প্রতীক নিয়ে ১৩ ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির মিজানুর রহমান বাবু কাস্তে প্রতীক নিয়ে পেয়েছেন চার ভোট।
রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী এনটিভি অনলাইনকে বলেন, পরীক্ষামূলকভাবে আমরা এই দুটি কেন্দ্রে ইভিএম ব্যবহার করেছি। কারণ এখানকার ভোটাররা তুলনামূলক শিক্ষিত এবং ভোটারের সংখ্যা কম।