চাঁপাইনবাবগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ৪ নম্বর বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
র্যাব জানায়, বন্দুকযুদ্ধের সময় র্যাবের পাঁচ সদস্যও সামান্য আহত হন।
র্যাব-৫-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ইনচার্জ স্কোয়াড্রন লিডার সাঈদ আবদুল্লাহ আল মুরাদ জানান, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাতে র্যাবের একটি দল পদ্মা তীরের বেড়িবাঁধ এলাকায় অভিযান চালায়। রাত ২টার দিকে র্যাব সদস্যরা ৪ নম্বর বেড়িবাঁধের তাঁতীপাড়া ঘাটে পৌঁছলে মাদক ব্যবসায়ীরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি চালালে একজন গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
র্যাব জানায়, ঘটনাস্থল থেকে সাড়ে ছয় কেজি গাঁজা, দুটি বিদেশি পিস্তল, পাঁচটি গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তবে তাঁর পরিচয় এখনো পাওয়া যায়নি।