বরিশালে লরিচাপায় সাইকেল আরোহী নিহত

বরিশাল নগরীর কাশিপুর সেনাপল্লীর সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে লরির চাপায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম আবদুল বারেক (২৮)। তিনি বরিশাল মহানগরের এয়ারপোর্ট থানাধীন কাশিপুর এলাকার বাসিন্দা ইদ্রিস মোল্লার ছেলে এবং পেশায় একজন ভ্যানচালক।
বরিশাল মহানগর ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. কামরুল জানান, বরিশাল নগরী থেকে গড়িয়ার পাড়ের দিকে যাওয়ার সময় যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের তেলবাহী একটি লরি বিপরীতমুখী একটি বাইসাইকেলকে চাপা দেয়। ঘটনাস্থলেই বাইসাইকেলআরোহীর মৃত্যু হয়। স্থানীয় লোকজন কুষ্টিয়া-ঢ ৪১-০০০৬ নম্বরের ওই লরিসহ চালকের সহকারী হান্নানকে আটক করে। পরে থানা পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
এ ঘটনায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন এয়ারপোর্ট থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ।