মানিকগঞ্জে পানিতে ডুবে অটিজমে আক্রান্ত শিশুর মৃত্যু

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার কৈট্টা দক্ষিণপাড়া গ্রামে আজ মঙ্গলবার সকালে পরিত্যক্ত কূপের পানিতে ডুবে দিগন্ত সাহা (৭) নামের এক শিশু মারা গেছে। সে ওই গ্রামের দিলীপ সাহার একমাত্র ছেলে।
শিশুটি অটিজমে আক্রান্ত ছিল। তার মৃত্যুতে স্বজনদের আহাজারিতে এলাকায় নেমেছে শোকের ছায়া।
স্বজন ও স্থানীয় লোকজন জানায়, স্ত্রী ও ছেলে নিয়ে সংসার দিলীপের। দিলীপ পাশের বারবাড়িয়া এলাকায় আজিজ ফুড অ্যান্ড বেভারেজে চাকরি করেন। আড়াই বছর বয়স পর্যন্ত কথা বলতে পারত দিগন্ত। এর পর থেকে অটিজমে আক্রান্ত হয়ে শিশুটি বাকপ্রতিবন্ধী হয়ে যায়। এ কারণে শিশুটি লেখাপড়াও করতে পারেনি। তাকে বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হয়।
শিশুটির কাকা শেখর সাহা জানান, তাঁদের বাড়ির কূপের পানি ব্যবহার না করায় স্টিলের ঢাকনা দেওয়া হয়। আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে ঘুম থেকে জেগে দিগন্ত ওই ঢাকনার ওপর লাফালাফি করছিল। এ সময় ঢাকনা ভেঙে সে কূপের ভেতরের পানিতে ডুবে যায়। স্বজন ও স্থানীয় লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। এরপর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বাবুল হোসেন চৌধুরী জানান, কূপটি প্রায় ২০ ফুট গভীর। ফায়ার সার্ভিস সদস্যরা কূপটি থেকে সকাল সাড়ে ৮টার দিকে শিশুর লাশ উদ্ধার করেন। এরপর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্বজনরা শিশুটির মরদেহ সৎকারের প্রক্রিয়া করছে।