ট্রাকের সঙ্গে সংঘর্ষে ৫ লেগুনাযাত্রী নিহত

বগুড়ার শাহজাহানপুর উপজেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে পাঁচ লেগুনাযাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ছয়জন।
আজ বুধবার সকাল ৯টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের বীরগ্রামে এ দুর্ঘটনা ঘটে।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আজিজ মণ্ডল সকালে এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- বগুড়া সদর উপজেলার পোকরোল গ্রামের আরিফুল ইসলাম সুমন (৩২), নন্দীগ্রাম উপজেলার নিনগ্রাম পূর্বপাড়ার মৃত আনোয়ার হোসেনের ছেলে মোখলেছুর রহমান (৫২), শাহজাহানপুর উপজেলার ছাদাস পশ্চিম পাড়ার বাসিন্দা মো. আনোয়ার হোসেন (৫০), শেরপুর উপজেলার তিতিনদা গ্রামের মো. ফারুক হোসেন এবং নন্দীগ্রাম উপজেলার চাকলমা গ্রামের রমজান আলী (৬০)। হতাহতরা সবাই লেগুনার যাত্রী ছিলেন।
হাসপাতালে আহতরা গণমাধ্যমকে জানান, হতাহতরা সবাই একটি লেগুনায় করে নন্দীগ্রামের দিকে যাচ্ছিলেন। বীরগ্রামে কৃষি কলেজের সামনে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাকের সঙ্গে লেগুনাটির সংঘর্ষ হয়।
আহতদের উদ্ধার করে স্থানীয়রা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই চারজন মারা যান। আর আটজন হাসাপাতালে ভর্তি রয়েছেন।