কালিয়াকৈরে ট্রেনের ছাদ থেকে পড়ে একজন নিহত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মহিষবাথান এলাকায় মঙ্গলবার দুপুরে ঢাকা-রাজশাহী রেলপথে ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবক নিহত ও অপর এক যুবক আহত হয়েছেন।
জয়দেবপুর রেলওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক মো. দাদন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী লোকাল ট্রেনের ছাদে থাকা দুই যুবক কালিয়াকৈর উপজেলার মহিষবাথান এলাকায় তারের সঙ্গে পেঁচিয়ে নিচে পড়ে যান। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অপর যুবককে স্থানীয় লোকজন উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
নিহত যুবকের নাম মো. সোহেল। তিনি টাঙ্গাইলের সদর উপজেলার মীরের বেদকা মফিজ উদ্দিনের ছেলে। আহত জীবন সূত্রধর টাঙ্গাইলের বাসাইল উপজেলার বিরালা গ্রামের সুরেন্দ্র সূত্রধরের ছেলে।