জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনে শেষ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী

নীলফামারীর ডোমার উপজেলায় সাতজনের উপস্থিতিতে শুধু জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। জেলার অপর দুটি উপজেলা ডিমলা ও জলঢাকায় কোনো কর্মসূচি পালিত হয়নি।
মঙ্গলবার সকালে ডোমার উপজেলা বিএনপির কার্যালয়ে পৌর বিএনপির সভাপতি মোস্তফা ফিরোজ প্রধান ও পৌর সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান সুমনের নেতৃত্বে অস্থায়ীভাবে দুটি বাঁশে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
পতাকা উত্তোলনের সময় জাতীয়তাবাদী যুবদলের উপজেলা যুগ্ম আহ্বায়ক মাসুদ বিন আমিন ও ছাত্রদলের কলেজ শাখার সভাপতি ইয়াসিন মোহাম্মদ সিথুনসহ সাতজন উপস্থিত ছিলেন।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ডোমারে দলীয় কোনো কর্মসূচি না থাকায় নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। বিএনপির একাধিক নেতাকর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, দলের ক্ষমতার সুসময় ও পদের জন্য লালায়িত কমিটিতে স্থান পাওয়া বর্তমান নেতাদের এই সংকটের মুহূর্তে তাঁরা এখন গা বাঁচিয়ে চলছেন। এসব নেতাকে দিয়ে বিএনপি চলতে পারে না।
এ ব্যাপারে ডোমার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেয়াজুল ইসলাম কালু সাংবাদিকদের বলেন, ‘আমরা প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ৫ সেপ্টেম্বর করব।’