কুমিল্লায় ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

কুমিল্লার পালপাড়া ব্রিজের কাছে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বেলাল হোসেন ওরফে জিরা সুমন নামের একজন নিহত হয়েছেন। ডিবির দাবি, বেলাল এলাকার শীর্ষ সন্ত্রাসী ছিলেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনার সময় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আলী আশরাফ ভূঁইয়াসহ দুই পুলিশ ও সুমনের সহযোগী জামাল হোসেন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি রিভলবার, তিনটি এলজি উদ্ধার এবং চারজনকে আটক করা হয়েছে।
গোয়েন্দা পুলিশের কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, পুলিশের একটি টহল দল কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নিয়মিত টহল শেষে অফিসে ফেরার পথে পালপাড়া ব্রিজ এলাকায় ডাকাতদের ব্যারিকেডের মুখে পড়ে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির একপর্যায়ে কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী জিরা সুমন গুলিবিদ্ধ হন।
এ ব্যাপারে আহত অতিরিক্ত পুলিশ সুপার আলী আশরাফ ভূঁইয়া জানান, আহত বেলালকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করে।
উল্লেখ্য, গত বছরের ৬ নভেম্বর কুমিল্লার ঝাউতলা এলাকায় বেলাল হোসেন ডিবির উপপরিদর্শক (এসআই) ফিরোজকে অতর্কিতে আক্রমণ করেন এবং তাঁর মাথায় গুলি করে পালিয়ে যান।