মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ : পাঁচ আসামি রিমান্ডে

বহুল আলোচিত মাগুরা দোয়ারপাড় এলাকায় মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ ও এক ব্যক্তির নিহতের ঘটনায় মামলার পাঁচ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়েছে পুলিশ।
আজ বুধবার দুপুরে মাগুরা মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মো. ইমাউল হক পাঁচ আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক ইমতিয়াজুল ইসলাম প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এঁরা হলেন ইলিয়াস হোসেন, সোহেল রানা, ফরিদ হোসেন, লিটন মিয়া ও সাগর হোসেন।
মামলার তদন্ত কর্মকর্তা মো. ইমাউল হক এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামিদের জেল-হাজতে পাঠানো হয়েছে।
গত ২৩ জুলাই বিকেলে যুবলীগের কামরুল ভূঁইয়া ও আজিবর শেখ-আলী পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে অন্তঃসত্ত্বা নাজমা খাতুন ও তাঁর আত্মীয় মোমিন ভূঁইয়া গুলিবিদ্ধ হন।
চিকিৎসাধীন অবস্থায় মাগুরা সদর হাসপাতালে মোমিন ভূঁইয়ার মারা যান। পরে তাঁর ছেলে রুবেল ভূঁইয়া বাদী হয়ে ১৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
এ মামলায় আত্মসমর্পণকারী দুই আসামিসহ ৯ জনকে পুলিশ আটক করে। তাঁরা জেলহাজতে রয়েছেন। এ মামলার অন্যতম আসামি আজিবর শেখ গত ১৮ আগস্ট পুলিশের সঙ্গে কথিত ক্রসফায়ারে নিহত হন।