মাগুরায় গাঁজা বিক্রির দায়ে দুজনের ছয় মাস সাজা

মাগুরার শালিখা উপজেলায় গাঁজা বিক্রির দায়ে দুজনকে ছয় মাস করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমী মজুমদার এ দণ্ডাদেশ দেন।
দণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন যশোরের বাঘারপাড়া উপজেলার বলরামপুর গ্রামের এমদাদুল বিশ্বাস (২৩) ও শালিখা উপজেলা সদর আড়পাড়ার জিল্লু শেখ (৪০)।
জানা যায়, এমদাদুল বিশ্বাস ও জিল্লু শেখ দীর্ঘদিন ধরে আড়পাড়া বাজারসহ বিভিন্ন এলাকায় গোপনে গাঁজা পরিবহন ও কেনাবেচা করে আসছিলেন। একপর্যায়ে ইউএনও গোপন সংবাদের ভিত্তিতে আড়পাড়া বাজারের ডাকবাংলোতে গাঁজা সেবনের সরঞ্জাম ও ২৫ গ্রাম গাঁজাসহ এমদাদুল বিশ্বাস ও জিল্লু শেখকে আটক করেন।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০-এর ৭-এর ক ধারা অনুযায়ী দুজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমী মজুমদার। এ সময় শালিখা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রবিউল ইসলামও উপস্থিত ছিলেন।