ঢাকায় আসছেন ভারতের নৌবাহিনীর প্রধান

ভারতের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর কে ধওয়ান আগামী পাঁচদিনের শুভেচ্ছা সফরে ২২ ফেব্রুয়ারি বাংলাদেশে আসছেন। আজ শুক্রবার ঢাকায় ভারতীয় দূতাবাসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল ম ফরিদ হাবিবের আমন্ত্রণে তিনি এই শুভেচ্ছা সফর করবেন। সফরসঙ্গী হিসেবে থাকবেন তাঁর স্ত্রী ও ভারতীয় নৌবাহিনীর স্ত্রী কল্যাণ সমিতির সভাপতি মিনু ধওয়ান।
একই সময় ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইএনএস রঞ্জিত’ও চট্টগ্রাম সমুদ্রবন্দর সফর করবে। আইএনএস রঞ্জিত ১৯৮৩ সালের ২৪ নভেম্বর নৌবাহিনীতে কমিশন পায়। সফরে ভারতীয় নৌবাহিনীর বাংলাদেশ নৌবাহিনীকে দুটি ‘এন্টারপ্রাইজ ক্লাস’ নৌযান উপহার দেবেন।
দুই দেশের সশস্ত্র বাহিনীর উচ্চ পর্যায়ের নিয়মিত পারস্পরিক বিনিময়ের অংশ হিসেবে অ্যাডমিরাল আর কে ধওয়ান এ সফর করবেন; ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি অবস্থান করবেন। এতে প্রতিবেশী দুই দেশের নৌবাহিনীর মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতা আরো বাড়বে বলে বিবৃতিতে বলা হয়েছে।