বগুড়ায় ‘বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী’ নিহত

বগুড়ায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। তাঁর নাম লিটন ওরফে রিঙ্গান।
গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে শহরের মাটিডালি দ্বিতীয় বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।
সহকারী পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, দ্বিতীয় বাইপাস এলাকায় মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে ডিবি সদস্যরা অভিযান চালান। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের ওপর হামলা চালায় এবং পুলিশ গুলি ছোড়ে। এ ঘটনায় অন্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলেও সেখান থেকে ২০০ ইয়াবা, একটি চাপাতিসহ লিটন ওরফে রিঙ্গানকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। রাত ৩টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ভোরে চিকিৎসাধীন অবস্থায় লিটন মারা যান।
নিহত লিটন ওরফে রিঙ্গান শহরের চকসূত্রাপুর এলাকার বাসিন্দা ছিলেন বলে জানায় পুলিশ।