মিলি চৌধুরী আর নেই
ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট সাহিত্য ও সংস্কৃতিসেবী, সোনালী ব্যাংকের কর্মকর্তা, শহরের পাইকপাড়ার বাসিন্দা জান্নাত আরা চৌধুরী (কবি মিলি চৌধুরী) আর নেই। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টায় ঢাকার ন্যাশনাল নিউরোসায়েন্স ইনস্টিটিউটে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
কবি মিলি চৌধুরী বাংলাদেশ মহিলা পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমি, কচি-কাঁচার মেলাসহ বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে অনন্য অবদান রেখে গেছেন। আসরের নামাজের পর টেংকের পাড় ময়দানে তাঁর জানাজা হয়। মিলি চৌধুরীর মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ার সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।