চাঁপাইনবাবগঞ্জে তিন নারী আটক, ইয়াবা জব্দ

চাঁপাইনবাবগঞ্জে ইয়াবাসহ আটক তিন নারী। ছবি : এনটিভি
চাঁপাইনবাবগঞ্জ শহরের বিশ্বরোড মোড় থেকে গোয়েন্দা পুলিশ তিন হাজার ইয়াবাসহ তিন নারীকে আটক করেছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গতকাল বুধবার চাঁপাইনবাবগঞ্জ শহরের বিশ্বরোড মোড় এলাকায় ঢাকা থেকে আসা একটি যাত্রীবাহী বাস থেকে নামা তিন নারী যাত্রীকে চ্যালেঞ্জ করে। পরে তাঁদের কাছ থেকে ইয়াবাগুলো উদ্ধার হয়। আটক তিন নারীর বাড়ি নারায়ণগঞ্জ ও ভোলা জেলায়। পরে তাঁদের নিয়ে চাঁপাইনবাবগঞ্জের ইয়াব চক্রের সন্ধানে অভিযান চালায় পুলিশ। তবে কেউ গ্রেপ্তার হয়নি। রাতে ইয়াবাসহ আটক ব্যক্তিদের সদর থানায় সোপর্দ করা হয়েছে এবং এ ব্যাপারে মামলা হয়েছে।