গ্রেপ্তারের আধা ঘণ্টার মধ্যে আসামির মৃত্যু

ফরিদপুরের নগরকান্দা থানা পুলিশের হেফাজতে নূর মোহাম্মদ মুন্সী (৩৫) নামের এক আসামির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে নূর মোহাম্মদকে গ্রেপ্তারের আধা ঘণ্টার মধ্যে তাঁর মৃত্যু হয়।
urgentPhoto
পুলিশের হেফাজতে থাকাবস্থায় বাদীপক্ষের লোকজনের মারধরে নূর মোহাম্মদের মৃত্যু হয় বলে তাঁর মা অভিযোগ করেছেন।
পুলিশ জানায়, নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের দক্ষিণ বিলনালিয়া গ্রাম থেকে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে উপপরিদর্শক (এসআই) ফরহাদ হোসেনের নেতৃত্বাধীন পুলিশ দল নূর মোহাম্মদ ও তাঁর ভাই নুরুল ইসলাম মুন্সীকে (৩০) গ্রেপ্তার করে।
নিহতের মা হাজেরা বেগম জানান, রাত সাড়ে ১২টার দিকে পুলিশ ফোন দিয়ে নূর মোহাম্মদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। তিনি অভিযোগ করে বলেন, পুলিশ তাঁর দুই ছেলেকে গ্রেপ্তারের পর বাদীপক্ষের লোকজন নূর মোহাম্মদকে মারধর করে আহত করে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফসার উদ্দিন আসামিকে মারধরের অভিযোগ অস্বীকার করে জানান, পুলিশ গ্রেপ্তার করে নিয়ে আসার সময় পথে আসামি নূর মোহাম্মদ অসুস্থতা বোধ করলে দ্রুত তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. ফরিদ উদ্দিন আহমেদ জানান, রাতে দুজনকে পুলিশ হাসপাতালে নিয়ে আসে। এদের একজন মৃত অবস্থায় ছিল।
পুলিশ জানায়, নূর মোহাম্মদ জমিজমা সংক্রান্ত মামলার ৭ ধারার আসামি। সম্প্রতি তাঁর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।