বঙ্গবন্ধু সাফারি পার্কে সংঘর্ষ, গুলি

কটূক্তি করার জেরে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে দুদল দর্শনার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন অন্তত ছয়জন। ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বনকর্মীরা। আজ শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শ্রীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে শুক্রবার ঢাকার তেজগাঁও এলাকা থেকে নারীসহ প্রায় ১২ জন দর্শনার্থী বেড়াতে আসে। এদিন শ্রীপুর উপজেলার মাওনা থেকেও কয়েক যুবক সেখানে বেড়াতে যায়। বিকেলে পার্কের ভেতর ঘোরাঘুরির সময় কটূক্তি করাকে কেন্দ্র করে দুই পক্ষের দর্শনার্থীদের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়।
খবর পেয়ে মাওনা এলাকা থেকে বেশ কয়েক যুবক ঘটনাস্থলে ছুটে আসে। তারা পার্ক অফিসের সামনে প্রতিপক্ষের কয়েকজনকে মারধর করে। এরপর আবার দুই পক্ষের মধ্যে মারামারি ও সংঘর্ষ শুরু হয়।
একপর্যায়ে বনকর্মীরা তিনটি ফাঁকা গুলি ছুড়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেন।
এ ঘটনায় শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের আবদুর রশীদের ছেলে জসীম উদ্দিন (৩৫), তাঁর চাচাতো ভাই দিলশাদ (২২), ভাগিনা তুষার (২০) ও নারী দর্শনার্থীসহ উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হন। এঁদের মধ্যে জসিমের পায়ের দুটি আঙুল কেটে গেছে।
খবর পেয়ে শ্রীপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ প্রহরায় ঢাকার দর্শনার্থীদের রাজেন্দ্রপুর পর্যন্ত পৌঁছে দেওয়া হয়।
এ ঘটনায় একপক্ষ অপর পক্ষকে দায়ী করেছে।
বঙ্গবন্ধু সাফারি পার্কের রেঞ্জ কর্মকর্তা শিবপ্রসাদ এনটিভি অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।