যুবদলের সম্পাদক সালাহউদ্দিন টুকু রাতে গ্রেপ্তার

জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু।
জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাঁর উত্তরার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
রাতেই বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শামসুদ্দিন দিদার বিষয়টি সাংবাদিকদের জানান।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, সুলতান সালাহউদ্দিন টুকুকে পুলিশ গ্রেপ্তার করেছে। থানা পুলিশ গ্রেপ্তার করে তাঁকে গোয়েন্দা শাখার (ডিবি) কাছে হস্তান্তর করেছে।
সালাহউদ্দিন টুকুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।