মিত্রবাহিনীকে সম্মানিত করা হবে : মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ অঞ্চলে বেশ কয়েকটি ভয়াবহ যুদ্ধ সংগঠিত হয়েছে। আশুগঞ্জের যুদ্ধের ভয়াবহ স্মৃতিকে চিরজাগ্রত করার জন্য মিত্রবাহিনীর স্মরণে একটি স্মৃতিস্তম্ভ তৈরি করে তাদের সম্মানিত করা হবে। সেই সঙ্গে বীর শহীদদের স্মরণ করা হবে। একইভাবে মহান মুক্তিযুদ্ধে আশুগঞ্জ এলাকার জনগণের গৌরবোজ্জ্বল ভূমিকার সেই স্মৃতিটাও চিরজাগ্রত থাকবে।
আজ শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ গোল চত্বর এলাকায় মুক্তিযুদ্ধে ভারতীয় মিত্রবাহিনীর স্মরণে নির্মিতব্য স্মৃতিস্তম্ভের সম্ভাব্য স্থান পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন।
এ সময় মন্ত্রীর সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য জিয়াউল হক মৃধা, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মো মোশাররফ হোসেন, পুলিশ সুপার মিজানুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।