জুতার মধ্যে ১০০ ভরি সোনা!

যশোরের বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে আজ শনিবার সকালে ১০টি সোনার বারসহ তৌহিদুল ইসলাম (২৭) নামের একজনকে আটক করেছে বিজিবি। তাঁর বাড়ি পুটখালী গ্রামে।
২৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুর রহিম জানান, সকালের দিকে তৌহিদুল জুতার মধ্যে ফিটিং অবস্থায় বিপুল পরিমাণ সোনার বার পুটখালী সীমান্ত দিয়ে ভারতে পাচার করছে এ ধরনের গোপন সংবাদ পায় বিজিবি। পরে বিজিবি সদস্যরা তাঁর দেহ তল্লাশি করে ১০০ ভরি ওজনের ১০টি সোনার বারসহ তৌহিদুলকে আটক করে।
আটক সোনার মূল্য ৫০ লাখ টাকা বলে দাবি করেন আবদুর রহিম। তিনি বলেন, তৌহিদুল দীর্ঘদিন ধরে তাঁর জুতার মোজার মধ্যে সোনার বার ফিটিং করে বাংলাদেশ থেকে ভারতে পাচার করে আসছিলেন। বিজিবি সদস্যরা তাঁকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, অর্থের বিনিময়ে তিনি সোনাগুলো ভারতে পাচার করছিলেন।
তৌহিদুলকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করে মামলা করেছে বিজিবি।