মাগুরায় ক্রিকেটার শামিমা ও ফাহিমাকে সংবর্ধনা

জাতীয় নারী ক্রিকেট দলের দুই সদস্য ফাহিমা ও শামীমাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
গতকাল রোববার বিকেল ৫টায় মাগুরা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তাদের সংবর্ধনা দেন জেলার প্রাক্তন খেলোয়াড়রা।
অনুষ্ঠানে ক্রিকেটার ফাহিমা ও শামীমাকে ফুলেল শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাজি মকবুল হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান চাঁদ। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরার আরেক কৃতী সন্তান সাকিব আল হাসানের বাবা খন্দকার মাসরুর রেজা।
সংবর্ধনা শেষে সাবেক খেলোয়াড়দের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
গত ১০ জুন মালয়েশিয়ায় বাংলাদেশ নারী ক্রিকেট দল এশিয়া কাপে ভারতকে তিন উইকেটে হারায়। এই জয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো শিরোপা অর্জন করে বাংলাদেশ। ক্রিকেট দলের হয়ে মাগুরার কৃতী সন্তান ফাহিমা ও শামীমাও গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
বিশ্ব সেরা অল রাউন্ডার সাকিব আল হাসানের মাগুরায় আরো দুই ক্রিকেটার পেয়ে গর্বিত মাগুরাবাসী।