ইঞ্জিন বিকল, ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ার বড়হরন এলাকায় একটি ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় ঢাকার সাথে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকাগামী কর্ণফুলী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেলে এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন মাস্টার হুমায়ুন মিয়া এনটিভি অনলাইনকে জানান, সন্ধ্যায় সাড়ে ৬টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কর্ণফুলী ট্রেনের ইঞ্জিনটি বিকল হয়ে পড়ে। এতে আপলাইনে ঢাকার সাথে চট্টগ্রাম ও সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
এই ঘটনার পর ঢাকাগামী পারাবত এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেন ব্রাহ্মণবাড়িয়া স্টেশনসহ বিভিন্ন স্থানে আটকা পড়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা সময় লাগবে বলে জানান স্টেশন মাস্টার।