যশোরে কোকেন ও ইয়াবা উদ্ধার

যশোরের শার্শা উপজেলার দিঘিরপাড়া এলাকা থেকে ১৫৫ গ্রাম কোকেন ও এক হাজার ১৫০টি ইয়াবা বড়িসহ আটক শাহজালাল। ছবি : এনটিভি
যশোরের শার্শা উপজেলার দিঘিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৫৫ গ্রাম কোকেন ও এক হাজার ১৫০টি ইয়াবা বড়িসহ একজনকে আটক করেছে র্যাব। এ ব্যাপারে আজ সোমবার দুপুরে র্যাবের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করা হয়।
র্যাব-৬ যশোর ক্যাম্পের উপপরিচালক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ কাউসার হোসেন দাবি করেন, উদ্ধার হওয়া কোকেন ও ইয়াবার মূল্য ৪ কোটি ৮০ লাখ টাকা। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এএসপি জিয়াউল হকের নেতৃত্বে র্যাবের একটি দল রোববার সন্ধ্যায় শার্শা উপজেলার দিঘিরপাড় এলাকার একটি বাড়িতে অভিযান চালায়। বাড়ি থেকে শাহজালাল নামের একজনকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে এসব কোকেন ও ইয়াবা উদ্ধার করা হয়।
আটক শাহজালাল জানান, উদ্ধার হওয়া কোকেন ভারত থেকে আনা হয়েছে।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।