সারা দেশে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা

দেশের বিভিন্ন জায়গায় যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে ভাষাশহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রাতের নীরবতা ভেঙে প্রথম প্রহর থেকেই লোকারণ্য হয়ে ওঠে জেলা-উপজেলা পর্যায়ের শহীদ মিনারগুলো। প্রতিনিধিদের পাঠানো খবর :
আব্দুল আজিজ শিশির, শরীয়তপুর : শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। একই সঙ্গে জেলায় চলছে তিনদিনের বইমেলা।
জাহিদুর রহমান, সাভার : শ্রদ্ধা জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলাম। শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, ছাত্রলীগসহ নানা সংগঠন। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শফিক জামান, জামালপুর : কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফুল দেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। এ ছাড়া জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ, বিএনপি, জেলা প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
মুহাম্মদ আবু তৈয়ব, খুলনা : শহীদ হাদিস পার্কের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, পেশাজীবী সংগঠন, সামাজিক সংগঠন, এনজিওসহ বিভিন্ন প্রতিষ্ঠান।
আরিচ আহমেদ শাহ্, চট্টগ্রাম : বিউগলের করুণ সুর ও তোপধ্বনির মাধ্যমে চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় শুরু হয়েছে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের নানা কর্মসূচি। একুশের প্রথম প্রহরে দিনের কর্মসূচির শুরুতে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এসব কর্মসূচিকে ঘিরে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা। শহীদ মিনারে প্রথম ফুল দেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সিটি মেয়র এম মনজুর আলম। এ ছাড়া চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চেীধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ , জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভাষাশহীদদের প্রতি।
নাফিজ আশরাফ, নারায়ণগঞ্জ : চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মহিলা সংসদ সদস্য অ্যাডভোকেট হোসনে আরা বাবলী । এরপর জেলা প্রশাসক আনিছুর রহমান মিয়া, পুলিশ সুপার ড. খন্দকার মুহিদ উদ্দিন, জেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ আব্দুল হাই ভাষাশহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এ ছাড়া নারায়ণগঞ্জ প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, বিকেএমইএসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
সোহেল হাফিজ, বরগুনা : বরগুনার টাউন হলসংলগ্ন শহীদ মিনারে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন বরগুনার জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম। এরপর বিভিন্ন সামাজিত-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
শফিকুল ইসলাম শফিক, মাগুরা : মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ শহীদ মিনারে সমবেত হয় হাজারো মানুষ। প্রথমে স্থানীয় সংসদ সদস্য ডা. সিরাজুল আকবর ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর একে একে জেলা প্রশাসক মু. মাহবুবর রহমান, পুলিশ সুপার জিহাদুল কবির, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খান তানজেল হোসেন, জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট শাহেদ হাসান টগরসহ শতাধিক সরকারি, বেসরকারি, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
রেজ আন উল বাসার, মেহেরপুর : সামসুজ্জোহা পার্কে শহীদ বেদিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন। এরপর জেলা প্রশাসক মাহমুদ হোসেন, পুলিশ সুপার হামিদুল আলম, জেলা পরিষদ প্রশাসক মিয়াজান আলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
শিহাব উদ্দিন বিপু, ব্রাহ্মণবাড়িয়া : শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন, পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগ, বিএনপিসহ সব রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও প্রেসক্লাবসহ সর্বস্তরের মানুষ।
আইয়ুব আলী, ময়মনসিংহ : টাউন হল চত্বরের শহীদ মিনারে নামে সর্বস্তরের মানুষের ঢল। ময়মনসিংহের জেলা পরিষদ প্রশাসক জহিরুল হক, জেলা প্রশাসক মুস্তাকি বিল্লাহ ফারুকী, পুলিশ সুপার মঈনুর হক, উপজেলা চেয়ারম্যান কামরুল ইসলাম ওয়ালিদ, মেয়র ইকরামুল হকসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।