অনন্ত জলিলের পোশাক কারখানায় শ্রমিকদের অসন্তোষ

ঢাকার সাভারের হেমায়েতপুরে চিত্রনায়ক অনন্ত জলিলের মালিকানাধীন এজেআই গ্রুপ ইন্ডাস্ট্রিয়াল পার্কে তৈরি পোশাক কারখানায় বিক্ষোভ করছেন শ্রমিকরা।
আজ সোমাবার (১০ মার্চ) সকাল থেকে বকেয়া বেতন-ভাতা ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভে নামেন তারা।
শ্রমিকরা জানায়, কারখানাটির শ্রমিকদের বেতন-ভাতা বকেয়া রয়েছে। এদিকে সামনে ইদুল ফিতর। তাই বকেয়া বেতনসহ ঈদ বেনাসের দাবিতে বিক্ষোভে নেমেছেন তারা। পাওনা না পাওয়া পর্যন্ত কাজে যোগ দেবেন না বলেও ঘোষণা দিয়েছেন শ্রমিকরা।
এদিকে বিক্ষোভের খবর পেয়ে গণমাধ্যম কর্মীরা কারখানার সামনে গেলেও তাদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। উদ্ভূত পরিস্থিতিতে কারখানার সামনে শিল্পপুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগেও সিঙ্গাইর-মানিকগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এই পোশাক কারখানার শ্রমিকরা।
এ বিষয়ে মুঠোফোনে কল দেওয়া হলেও এজেআই গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক অভিনেতা অনন্ত জলিলের কোনো সাড়া পাওয়া যায়নি।