জামালপুরে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে জামালপুরে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
১৫ বছর পেরিয়ে এনটিভির ১৬ বছরে পদার্পণ উপলক্ষে মঙ্গলবার দুপুরে জামালপুর জেলা প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। প্রবীণ সাংবাদিক মাহমুদুল হাসান দারার সভাপতিত্বে আলোচনা সভায় জামালপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক মেয়র অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন, টিআইবির এরিয়া ম্যানেজার হাবিবুর রহমান, ব্রহ্মপুত্র সাংস্কৃতিক সংস্থার সভাপতি জাকিউল ইসলাম খান টিপু, নাট্যনীড়ের সাধারণ সম্পাদক সাগর মুখার্জি, সাংবাদিক মুকুল রানা, শুভ্র মেহেদী, ফজলে এলাহী মাকাম ছাড়াও সাংবাদিক ও সংস্কৃতিককর্মীরা বক্তব্য দেন।
বক্তারা জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির আরো সাফল্য কামনা করেন।