সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

যমুনার পানি কমায় সিরাজগঞ্জে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। ছবি : এনটিভি
সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমতে শুরু করায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। যমুনার পানি সিরাজগঞ্জ পয়েন্টে গত ২৪ ঘণ্টায় চার সেন্টিমিটার কমে বিপৎসীমার ৭৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি কমতে শুরু করায় বাড়ছে নদীভাঙন। দুর্ভোগে পড়া কবলিত এলাকার মানুষ বিভিন্ন উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। তবে শুকনো খাবার আর বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। সে সঙ্গে দেখা দিচ্ছে পানিবাহিত নানা রোগ।
ক্ষতি হচ্ছে উঠতি ফসলসহ শীতকালীন সবজি চাষাবাদ। গবাদি পশুর খাদ্য সংকট দেখা দিয়েছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী হাসান ইমাম জানান, গতকাল সোমবার রাত থেকে পানি কমতে শুরু করেছে। আকাশের অবস্থা ভালো থাকলে দু-তিন দিনের মধ্যে পানি বিপৎসীমার নিচে চলে আসবে।