২৭ নারীকে জরিমানা, ১২ পুরুষকে কারাদণ্ড

গাজীপুরে লাইসেন্সবিহীন অবস্থায় অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে আজ বুধবার একটি আবাসিক হোটেল সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই হোটেল থেকে আটক ২৭ নারীকে ২০০ টাকা করে জরিমানা এবং ১১ জন পুরুষকে তিন মাস করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
এ ছাড়া হোটেলের ব্যবস্থাপককে সাত হাজার টাকা জরিমানা এবং তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার দুপুরে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেবেকা সুলতানা ও মোহাম্মদ নূর হোসেন ওই আদালত পরিচালনা করেন।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল হাসান রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে জয়দেবপুর থানার পুলিশ গাজীপুর সিটি করপোরেশনের দীঘিরচালা এলাকার প্যারেইড ইন্টারন্যাশনাল নামের একটি আবাসিক হোটেলে অভিযান চালায়। এ সময় হোটেল থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় বিভিন্ন বয়সী ২৭ জন নারী, ১১ জন পুরুষ ও হোটেল ব্যবস্থাপক বলাই চন্দ্রকে আটক করা হয়। সেই সঙ্গে বিপুল পরিমাণ কনডমও জব্দ করা হয়। পরে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ওসি জানান, অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে আদালত ২৭ নারীর প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা এবং ১১ জন পুরুষকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। লাইসেন্সবিহীন অবস্থায় হোটেলে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার দায়ে হোটেল ব্যবস্থাপক বলাই চন্দ্রকে সাত হাজার টাকা জরিমানা এবং তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আদালত পরে ওই হোটেলটিকে সিলগালা করে দেন।