চলে গেলেন সাংবাদিক হোসাইন জাকির

সাংবাদিক হোসাইন জাকির আর নেই। ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার বিকেল পৌনে ৫টায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি... রাজিউন)।
হোসাইন জাকিরের সাবেক সহকর্মী ও আলোকিত বাংলাদেশের স্টাফ রিপোর্টার মাহবুব মাসুম বাসসকে এ কথা জানিয়েছেন। তাঁর বয়স হয়েছিল ৪২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
হোসাইন জাকিরের পারিবারিক সূত্র জানায়, গত বছর অক্টোবরের মাঝামাঝিতে ক্যানসার ধরা পড়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ভারতের মুম্বাই টাটা মেমোরিয়াল ক্যানসার হাসপাতাল নেওয়া হয়। কিন্তু সেখান থেকে তাঁকে ফেরত পাঠানো হয়। এরপর দেশে এনে ফের ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। দীর্ঘ তিন মাসেরও বেশি সময় ধরে তিনি ডেল্টা হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন।
হোসাইন জাকিরের স্ত্রী মেয়ে নিলয় (১৪), ছেলে আকাশ (১১) ও দেড় বছরের শিশুপুত্র স্বপ্নকে নিয়ে পশ্চিম মণিপুরের একটি ভাড়া বাসায় থাকেন।
চট্টগ্রামের দৈনিক আজাদী দিয়ে সাংবাদিকতা শুরু করা হোসাইন জাকির দীর্ঘ ১৮ বছর সক্রিয় ছিলেন নিজের পেশায়। তিনি দৈনিক মানবজমিন, আজকের কাগজ, যুগান্তরে কাজ করেন দীর্ঘদিন। যুগান্তরে বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করার এক পর্যায়ে যুক্ত হন দৈনিক আলোকিত বাংলাদেশের সঙ্গে। দায়িত্ব নেন প্রধান প্রতিবেদকের। সর্বশেষ তিনি প্রকাশিতব্য দৈনিক আজকের পত্রিকায়ও নিয়েছিলেন প্রধান প্রতিবেদকের দায়িত্ব।
পেশাগত জীবনে সাংবাদিকতায় সেরা প্রতিবেদনের স্বীকৃতিস্বরূপ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ২০০৪, ২০০৬, ২০০৭, ২০০৯ এবং ২০১১ সালে ইউনিসেফ পুরস্কার পান হোসাইন জাকির। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স ও মাস্টার্স শেষে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেন তিনি। তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশে।